‘করজে হাসানা’ পরিশোধের দোয়া

‘করজে হাসানা’ পরিশোধের দোয়া

ধর্ম

জুলাই ৫, ২০২৩ ১২:২৯ অপরাহ্ণ

ইসলামের পরিভাষায় শর্তহীন ঋণকে ‘করজে হাসানা’ বলে। মানুষকে শর্তহীন ঋণ দেওয়া সওয়াবের কাজ। তবে এ ঋণ পরিশোধের ইচ্ছা থাকাও জরুরি।

মানুষের প্রয়োজনের তাগিদে যেমন ঋণ প্রয়োজন হয়। তেমনি প্রয়োজন পূরণের পর সে ঋণ পরিশোধেও প্রবল আকাঙ্ক্ষা থাকা গুরুত্বপূর্ণ বিষয়। করজে হাসানা বা এ ঋণ পরিশোধে মহান আল্লাহ তাআলার সাহায্যের বিকল্প নেই। কারণ বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই ঋণ পরিশোধের আল্লাহর কাছে দোয়া করার কথা বলেছেন। তো চলুন জেনে নিই কী সেই দোয়া?

‘করজে হাসানা’ পরিশোধে বেশি বেশি দোয়া পড়লে মহান আল্লাহ তাআলা তাদের ঋণ পরিশোধের তাওফিক দান করবেন। তাই করজে হাসানা থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর সাহায্য পেতে এ দোয়াটি বেশি বেশি করা। তাহলো-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ

উচ্চারণ : ‘… আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিঝালি।

অর্থ : ‘… হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে আশ্রয় চাই।’ (বুখারি ও মুসলিম, মিশকাত)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে করজে হাসানা গ্রহণ এবং তা সময় মতো ফেরত দেওয়ার মাধ্যমে উত্তম পুরস্কার পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *