কম্পিউটারের আইপি অ্যাড্রেস খুঁজে বের করার পদ্ধতি

কম্পিউটারের আইপি অ্যাড্রেস খুঁজে বের করার পদ্ধতি

বিজ্ঞান ও প্রযুক্তি স্পেশাল

ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৮:৩০ পূর্বাহ্ণ

প্রতিটি কম্পিউটারেই আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকে। অনেকে একে ডিজিটাল অ্যাড্রেসও বলেন। কম্পিউটারে ইন্টারনেট সংযোগ নিলেই আইপি অ্যাড্রেস তৈরি হয়। এর পুরো নাম ‘ইন্টারনেট প্রোটোকল’।

তবে কম্পিউটারের আইপি অ্যাড্রেস খুঁজে বের করার কিন্তু নির্দিষ্ট পদ্ধতি আছে। প্রথমটা শুনে জটিল মনে হতে পারে, কিন্তু আদতে খুব সহজ।

কম্পিউটারের আইপি অ্যাড্রেস খুঁজে বের করার পদ্ধতি

> প্রথমে কম্পিউটার চালু করে ইন্টারনেট অন করুন।
> এবার উইন্ডোজ ইউজাররা ‘cmd’ টাইপ করে এন্টা অপশনে ক্লিক করলেই কম্যান্ড প্রম্পট খুলে যাবে।
> কম্যান্ড প্রম্পটে ‘ipconfg’ টাইপ করে এন্টার বাটনে ক্লিক করতে হবে। বেশ কিছু তথ্য সামনে আসবে।
> এখান থেকে ইউজার যে ইন্টারনেট কানেকশন ব্যবহার করছেন তার ‘IPv4’ বা ‘IPv6’ অ্যাড্রেস খুঁজে বের করতে হবে। সেটাই ওই কম্পিউটারের আইপি অ্যাড্রেস।

ম্যাকের আইপি অ্যাড্রেস জানতে হলে

> স্পটলাইটে সার্চ করে টার্মিনাল অ্যাপ খুঁজে বের করতে হবে।
> টার্মিনাল অ্যাপে গিয়ে ‘ipconfg’ টাইপ করে এন্টার বাটনে ক্লিক করুন।
> অ্যাকটিভ নেটওয়ার্ক কানেকশনের সঙ্গে সম্পর্কিত বিভাগটি খুঁজে বের করতে হবে। সাধারণত ‘en0’ বা ‘en1’ নামে থাকবে।
> এখানে ‘inet’ লাইনের পাশের নম্বরটাই কম্পিউটারের আইপি অ্যাড্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *