ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ হবে যেদিন

ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ হবে যেদিন

খেলা

মে ২৮, ২০২৩ ৮:৩৪ পূর্বাহ্ণ

চলতি বছর অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ভারতের মাটিতে অক্টোবর-নভেম্বরে বসবে বিশ্বকাপের সেই আসর। টুর্নামেন্টের সময় খুব বেশি বাকি না থাকলেও এখনো চূড়ান্ত হয়নি অনেক কিছু, যার মধ্যে রয়েছে সূচিও।

অবশেষে ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ নিয়ে ইতিবাচক খবর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার (২৭ মে) বিসিসিআইয়ের কর্মকর্তারা এক বিশেষ সাধারণ সভার আয়োজন করেন, যেখানে আসন্ন বিশ্বকাপ, এশিয়া কাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আলোচনা হয়।

জানা গেছে, আইপিএলের ফাইনাল শেষেই বিশ্বকাপের চূড়ান্ত সূচি এবং ভেন্যুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হবে। বিসিসিআই আরো জানিয়েছে, ওভালে ৭-১১ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালেই বিশ্বকাপের চূড়ান্ত ভেন্যুর তালিকা প্রকাশ করা হবে।

সে সময় একই সঙ্গে বিশ্বকাপের চূড়ান্ত সূচিও জানিয়ে দেয়া হবে। উল্লেখ্য, চলতি বছরের ৫ অক্টোবর শুরু হতে পারে এবারের ওয়ানডে বিশ্বকাপ। ভারতের ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে বিশ্বকাপের ম্যাচগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *