ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক স্লাইড

এপ্রিল ২৪, ২০২২ ১১:১২ পূর্বাহ্ণ

ইউক্রেনে কৃষ্ণসাগরে পাড়ের শহর ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে তিন মাসের শিশুসহ আটজন নিহত হয়েছেন।

শনিবার এ হামলা চালানো হয়। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ওডেসায় ইউক্রেনের সামরিক বাহিনীর স্থাপনায় দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ছাড়া দুটি আবাসিক ভবনে আঘাত হেনেছে দুটি ক্ষেপণাস্ত্র। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলায় দুটি ভবন ধ্বংস হয়েছে।

তবে রুশ সংবাদমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, আবাসিক ভবনে হামলার বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। এ হামলার পর একটি টুইটবার্তায় রাশিয়ার নিন্দা করেছেন ইউক্রেনের পররাষ্ট্র দিমিত্র কুলেবা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ওডেসায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র যেখানে রাখা হয়েছিল, সেখানে হামলা চালানো হয়েছে। শনিবার ইউক্রেনে রুশ হামলায় ২০০ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া ৩০টি যান ধ্বংস হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *