এমবাপ্পেকে পিএসজিতে রাখার বিষয়ে চেষ্টা করব: ফরাসি প্রেসিডেন্ট

এমবাপ্পেকে পিএসজিতে রাখার বিষয়ে চেষ্টা করব: ফরাসি প্রেসিডেন্ট

খেলা

জুন ১৬, ২০২৩ ৮:৪০ পূর্বাহ্ণ

গত বছরই পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা ছিল কিলিয়ান এমবাপ্পের; কিন্তু শেষ মুহূর্তে বড় অর্থের বিনিময়ে ২০২৫ সাল পর্যন্ত ফরাসি তারকার সঙ্গে চুক্তি বাড়ায় পিএসজি।

সেই চুক্তিতে একটি শর্ত ছিল। যেখানে বলা হয় এমবাপ্পে চাইলে চুক্তিটা আরও এক বছর বাড়াতে পারবেন। সেই সিদ্ধান্ত এ বছরের জুলাইয়ের মধ্যেই নিতে হবে এমবাপ্পেকে।

ফরাসি গণমাধ্যমগুলোর খবর, এমবাপ্পে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন। তবে বিশ্ব ফুটবলের এ সময়ের অন্যতম সেরা তারকাকে ধরে রাখতে প্রয়োজনীয় সব কিছু করতে রাজি ফ্রান্স।

দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে সম্প্রতি এক পিএসজি সমর্থক প্রশ্ন করলে তার জবাবে তিনি বলেন, আমি এমবাপ্পেকে ধরে রাখার বিষয়ে চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *