এবার হিন্দিতে মুক্তি পাচ্ছে শাকিবের ‘তুফান’

এবার হিন্দিতে মুক্তি পাচ্ছে শাকিবের ‘তুফান’

বিনোদন স্পেশাল

জুন ২৬, ২০২৪ ৯:১১ পূর্বাহ্ণ

ঢালিউড কিং শাকিব খান। ঈদে মুক্তি পাওয়া ৫টি সিনেমার মধ্যে সাড়া ফেলেছে তার অভিনীত সিনেমা ‘তুফান’। এবার জানা গেল সিনেমাটি হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় সোমবার ( ২৪ জুন) ‘তুফান’ সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে এমন তথ্য জানান এই অভিনেতা।

শাকিব বলেছেন, হিন্দিতে মুক্তি দেওয়ার জন্য ডাবিংয়ের কাজ শেষ করে শিগগিরই ভারতে মুক্তি দেওয়া হবে।

স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বিনোদন জগতের কিছু পরিচালক, সিনেমার অভিনয় শিল্পীদের মধ্যে চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ কয়েকজন।

এছাড়া আমন্ত্রিতদের মধ্যে আরো ছিলেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, আফসানা আরা বিন্দু, প্রিন্স মাহমুদ, রুনা খান, জিয়াউল রোশান, বিজরী বরকতুল্লাহ, অভিনেত্রী নাদিয়া, নির্মাতা আশফাক নিপুণ, গিয়াসউদ্দিন সেলিম, শিহাব শাহীনসহ অনেকে।

সিনেমা শুরুর আগে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে শাকিব বলেন, ঈদ শেষ হয়ে গেলেও দেশের মানুষ ‘তুফান’ যেভাবে উপভোগ করছে, তাতে বুঝতে আর বাকি নেই এ সাফল্য কোথায় গিয়ে থামবে। আমার পরিবারের অনেকে বলছেন, তারা টিকিট পাচ্ছেন না।

সিনেমার আয় রোজগার এবং নিজের পারিশ্রমিক নিয়ে শাকিব বলেন, ‘তুফান’ ১০০ কোটি আয় করলে ২৫ শতাংশ আমি পাব৷ তুফান প্যান ইন্ডিয়ায় রিলিজ হচ্ছে, আবার ইন্টারন্যাশনালিও রিলিজ হচ্ছে। তাই ২০০ কোটি আয় হলে ৫০ কোটি আমার।

‘তুফান’ প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ। সিনেমাটি পরিবেশনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত এসভিএফের মহেন্দ্র সোনি বলেন, বাংলাদেশের সব দর্শককে ধন্যবাদ জানাই। তুফান শুধু বিগেস্ট হিট নয়, ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে।

‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য। মুক্তির পর সপ্তাহ পার হলেও শাকিবের এই সিনেমাটি হলে দর্শক ধরে রেখেছে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ ডেইলি বাংলাদেশকে বলেন, এখনো আমরা হল ভর্তি দর্শক পাচ্ছি। সিনেমা ভালো চলছে।

কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’ প্রথমে শত প্রেক্ষাগৃহে চলার কথা থাকলেও পরে ১২৮টিতে মুক্তি দেওয়া হয়। দ্বিতীয় দিন থেকে শো বাড়তে থাকে তুফানের। এমনকি ঢাকায় টিকেট না পেয়ে হল ভাংচুরের ঘটনাও ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *