এবার পাকিস্তানের হাতেও ‘গুপ্তচর জাহাজ’

এবার পাকিস্তানের হাতেও ‘গুপ্তচর জাহাজ’

আন্তর্জাতিক স্লাইড

মার্চ ১৮, ২০২৪ ১০:২৪ পূর্বাহ্ণ

গত কয়েক বছর ধরেই ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে চীনের গুপ্তচর জাহাজের আনাগোনা বেড়েছে।

ভারতের ওপর নজরদারি চালানোর জন্য পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে চীন। পাকিস্তানের নৌবাহিনীর হাতে এলো নয়া অস্ত্র- ‘পিএনএস রিজওয়ান।’

এক প্রতিবেদন অনুসারে পাকিস্তানের নৌবাহিনীর হাতে প্রথম গুপ্তচর জাহাজ এসেছে। এই জাহাজটি দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র চিহ্নিত করে ফেলার ক্ষমতা রাখে বলে জানা গেছে।

মূলত ভারতে আইএনএস ধ্রুব নামক ইনস্ট্রুমেশন জাহাজের ‘জবাবেই’ পাকিস্তান তাদের নৌবাহিনীতে ‘পিএনএস রিজওয়ান’কে অন্তর্ভুক্ত করেছে।

এই জাহাজের দৈর্ঘ্য ৮৭ মিটার। ভারতের আইএনএস ধ্রুব থেকে অনেকটাই ছোট পাক গুপ্তচর জাহাজ। ভারতের রণতরীটি ১৭৫ মিটার লম্বা। এ জাহাজে গম্বুজের আকারের একটি অ্যান্টেনা আছে। এছাড়াও দূরপাল্লার ব়্যাডার আছে এতে।

এই আইএনএস ধ্রুব তৈরি করা হয়েছিল বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপ ইয়ার্ডের। এই রণতরীর ওজন ১০ হাজার টন। শত্রুপক্ষের ডুবোজাহাজ চিহ্নিত করা ছাড়াও সমুদ্রতলের গঠন নিয়ে গবেষণা করতে পারে আইএনএস ধ্রুব।

এবার পাকিস্তানের নৌবাহিনীতেও একই ধরনের যুদ্ধজাহাজ যুক্ত হলো। পিএনএস রিজওয়ানও এই কাজগুলো করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *