উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৯ জনের মৃত্যু

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৯ জনের মৃত্যু

দেশজুড়ে স্লাইড

জুন ১৯, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরমধ্যে আটজন রোহিঙ্গা ও একজন স্থানীয়। নিহতরা হলেন- দুই বছরের শিশু রোহিঙ্গা মো. হারেস (২), মোছা. ফুতুনি (৩৪), মো. কালাম, মোছা. সেলিনা খাতুন, আবু মেহের, জয়নব বিবি, মো. হোসেন আহমদ (৩০), তার স্ত্রী আনোয়ারা বেগম ও স্থানীয় শিশু আবদুল করিম (১২)।

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দৌজা জানান, অতি বর্ষণের কারণে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে তিনজন, ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে চারজন, ৮ ইস্ট রোহিঙ্গা শিবিরে একজন ও ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরে একজন স্থানীয় জনগোষ্ঠীর মানুষ মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *