ইসরায়েলে তোপের মুখে নেতানিয়াহু

ইসরায়েলে তোপের মুখে নেতানিয়াহু

আন্তর্জাতিক স্লাইড

অক্টোবর ১১, ২০২৩ ১০:৪০ পূর্বাহ্ণ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের আজ পঞ্চম দিন। গত শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আকাশ ও স্থলপথে আক্রমণ করে ইসরায়েলিদের ওপর। এতে কয়েকশ’ মানুষ নিহত হন। এ ঘটনায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। দুই পক্ষের লড়াইয়ে এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

হামাসের আকস্মিক এ হামলায় এখনো ঘোরের মধ্যে আছেন ইসরায়েলিরা। হামাসের হামলার ব্যাপকতা যে কতটা বিস্তৃত ছিল, এখন সেটিই ধীরে ধীরে প্রকাশ হচ্ছে, সঙ্গে বাড়ছে ইসরায়েলিদের ক্ষোভ।

অনেক ইসরায়েলি মনে করছেন, তারা নিজ সরকারের দ্বারাই ধোঁকার শিকার হয়েছেন। কারণ সরকার তাদের একাধিকবার আশ্বস্ত করেছে গাজা থেকে হামলার কোনো হুমকিই ছিল না।

এরইমধ্যে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামাস গত শনিবার ভয়াবহ এ হামলা চালানোর আগে এ ব্যাপারে কিছু তথ্য জানতে পেরেছিল মিসর। আর সেসব তথ্য তারা ইসরায়েলকে জানিয়েছিল এবং সতর্ক হওয়ার জন্য বলেছিল। মিসর বলেছিল, গাজায় বড় কোনো কিছু হতে পারে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সেগুলো আমলে নেয়নি। যদিও নেতানিয়াহু এ বিষয়টি অস্বীকার করেছেন।

জানা গেছে, নতুন তথ্য ফাঁস হওয়ার পর আরো ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলিরা। তারা এখন নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *