ইসরাইলের বিরুদ্ধে শুক্রবার ফের রায় দেবে আইসিজে

ইসরাইলের বিরুদ্ধে শুক্রবার ফের রায় দেবে আইসিজে

আন্তর্জাতিক

মে ২৪, ২০২৪ ৬:২০ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের রাফায় নৃশংস অভিযান পরিচালনা করছে ইসরাইল। তাদের এ অভিযানের বিরুদ্ধে এবং হামলা বন্ধের আদেশ দিয়ে শুক্রবার বিকালে রায় দেবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। খবর আল-জাজিরার

রাফায় দশ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি রয়েছে। যাদের ওপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

গত সপ্তাহে শুনানিতে, দক্ষিণ আফ্রিকা আইসিজেকে গাজা এবং বিশেষ করে রাফাতে ফিলিস্তিনি জনগণের বেঁচে থাকা নিশ্চিত করতে ইসরাইলের আক্রমণ বন্ধের আদেশ দেওয়ার আবেদন করেছেন। ওই আবেদনের প্রেক্ষিতেই এ রায় হবে।

এর আগে জানুয়ারিতে প্রাথমিক শুনানির পর, আইসিজে গাজায় মানবিক দুর্ভোগ সীমিত করার জন্য ইসরাইলকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়ে বেশ কিছু অস্থায়ী ব্যবস্থা জারি করে।

গত বছর ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অভিযানের নামে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *