ইসরাইলি হামলায় লেবাননে নিহত বেড়ে ১,৯৭৪

ইসরাইলি হামলায় লেবাননে নিহত বেড়ে ১,৯৭৪

আন্তর্জাতিক

অক্টোবর ৪, ২০২৪ ৯:৩৭ পূর্বাহ্ণ

লেবাননে গত এক বছরে ইসরাইলি হামলায় মোট ১,৯৭৪ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১২৭টি শিশু রয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ এ তথ্য জানিয়েছেন।

এছাড়া ইসরাইলি হামলায় ৯,৩৮৪ জন মানুষ আহত হয়েছেন বলেও জানিয়েছেন লেবানিজ স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ইসরাইলি বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৈরুতের চুইফাত জেলার আকাশে ধোঁয়া ছড়িয়ে পড়ার দৃশ্য তুলে ধরে রয়টার্স জানায়, হিজবুল্লাহ এবং ইসরাইলি বাহিনীর মধ্যে চলমান বৈরিতাই এই প্রাণঘাতী সংঘর্ষের কারণ।

চলমান এ হামলায় লেবাননের বেসামরিক জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার ফলে দেশটিতে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *