ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার বিষয়ে যা বললেন বাইডেন

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার বিষয়ে যা বললেন বাইডেন

আন্তর্জাতিক

ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১০:১৩ পূর্বাহ্ণ

যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিমান দাবি করছে, তা সত্ত্বেও এখনই কিয়েভকে এফ-১৬ দিতে চান না বাইডেন।

মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে সম্প্রতি এ কথা বলেন বাইডেন। তিনি বলেন, দেখুন— রাশিয়ার হামলা প্রতিহত করতে আমাদের সেনা কর্মকর্তারা যেসব অস্ত্র ইউক্রেনকে দিতে বলছেন, আমরা তাই দিচ্ছি এবং দেব। খবর আনাদোলুর।

বাইডেন বলেন, ট্যাংক, গোলাবারুদ, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও হিমার্স রকেট ল্যাঞ্চারসহ অত্যাধুনিক সব মার্কিন অস্ত্রই পেয়েছে ইউক্রেন।

যুক্তরাষ্ট্র গ্রীষ্মের পর ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার কথা চিন্তা করবে। গত সপ্তাহে বাইডেনের কিয়েভ সফরের সময়ও জেলেনস্কি যুদ্ধবিমান চেয়েছেন।

কিন্তু বাইডেন এবারও বিষয়টি এড়িয়ে গেছেন। পশ্চিমা দেশগুলোর কাছেও জেলেনস্কি অব্যাহতভাবে যুদ্ধবিমানের জন্য ধরনা দিচ্ছেন।

কিন্তু এতে হীতে বিপরীত হতে পারে— চিন্তা করে ইউক্রেনকে কেউ এখন যুদ্ধবিমান দিতে চাইছে না। কারণ এতে পুতিন আরও চটে যেতে পারেন।

পোল্যান্ড ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক দেওয়ার একদিন পরই শনিবার থেকে দেশটিতে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।

এ কারণে ইউক্রেনের মিত্র দেশগুলো এখনই কিয়েভকে যুদ্ধবিমান দিতে চাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *