ইইউর বিশেষ প্রতিনিধি ঢাকা আসছেন আজ

ইইউর বিশেষ প্রতিনিধি ঢাকা আসছেন আজ

জাতীয় স্লাইড

জুলাই ২৪, ২০২৩ ৯:১৭ পূর্বাহ্ণ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর মানবাধিকারসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে সোমবার বাংলাদেশ সফরে আসছেন। তার ছয়দিনের সফরে তিনি মূলত মানবাধিকার এবং এ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, ঢাকায় অবস্থানকালে গিলমোর রোহিঙ্গা ইস্যুতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

জানা গেছে, বাংলাদেশের সফরের এই সময়ে তিনি আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও  নাগরিক সমাজের প্রতিনিধি, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, ঢাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।

তার এই বাংলাদেশ সফরে নির্বাচন, সুশাসন পরিস্থিতি, সংখ্যালঘুদের অধিকারসহ নানা বিষয়ে আলোচনা করবেন।

ইমোন গিলমোর ২০১৯ সালেও বাংলাদেশ সফরে এসেছিলেন। ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে এটি তার দ্বিতীয় সফর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *