আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে বলছে কম্পিউটার

আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে বলছে কম্পিউটার

খেলা

অক্টোবর ২৯, ২০২২ ৮:৪৮ পূর্বাহ্ণ

কাতার বিশ্বকাপে লিওনেল মেসিদের আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে। বলছে এক সুপার কম্পিউটার।

আর্জেন্টাইন সমর্থকদের ‘সুসংবাদ’ দেওয়ার গবেষণাটি করেছে কানাডাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বিসিএ। ২০ বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করে এ সিদ্ধান্তে পৌঁছানোর কথা জানিয়েছে তারা।

সুপার কম্পিউটারটি ভবিষ্যদ্বাণী করে জানিয়েছে ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালে পর্তুগালকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।

বিসিএর এ গবেষণা মতে, কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মেসিদের আর্জেন্টিনার বিপক্ষে হেরে ফাইনালের আগেই বিদায় নেবে নেইমারদের ব্রাজিল।

বিসিএর গবেষণা বলছে, অনেক হিসাব-নিকাশের পর আমাদের বিশ্বাস, আর্জেন্টিনা ও মেসিই কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরবে। আরও বেশি সম্ভাবনা হলো- আর্জেন্টিনা এবং পর্তুগালের ফাইনালের ফল পেনাল্টি শটের মধ্য দিয়ে নির্ধারিত হবে।

তবে বেটফেয়ার নামের একটি বেটিং প্রতিষ্ঠানও ভবিষ্যদ্বাণী করেছে, ব্রাজিল এবং ফ্রান্সের বিশ্বকাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *