আবার ব্যর্থ গাজায় যুদ্ধবিরতির আলোচনা

আবার ব্যর্থ গাজায় যুদ্ধবিরতির আলোচনা

আন্তর্জাতিক স্লাইড

এপ্রিল ৯, ২০২৪ ৯:৩২ পূর্বাহ্ণ

হামাসের এক কর্মকর্তা সোমবার রয়টার্সকে বলেছেন, হামাস ইসরাইল সংঘাত ইস্যুতে কায়রোতে চলমাস যুদ্ধবিরতি আলোচনা ফের গোল্লায় গেছে, কোনো অগ্রগতি হয়নি।

তবে এর আগে সোমবার মিশরের আল-কাহেরা নিউজ টিভি চ্যানেল জানিয়েছিল, আলোচনায় অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে একটি সমঝোতা হয়েছে এবং আলোচনায় অগ্রগতি হয়েছে।

শনিবার কায়রো পৌঁছান সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস। তার আগমনের পর ইসরাইল এবং হামাস রোববার মিশরে প্রতিনিধি দল পাঠায়। ধারণা করা হয়েছিল, যুক্তরাষ্ট্রের চাপের মুখে যুদ্ধবিরতিতে রাজি হবে ইসরাইল। তবে তা হয়নি।

গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় যুদ্ধরত ইসরাইল ও হামাস এখন পর্যন্ত তাদের প্রধান দাবিগুলো নিয়ে মতবিরোধ নিরসনে ব্যর্থ হয়েছে।

অনেক বিশ্লেষক বলছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস ইসরাইল সংঘাতের সমাধান চাইছেন না। কারণ এ যুদ্ধ না থামলে তিনি বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন।

প্রসঙ্গত, এ যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *