আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ৫০

আন্তর্জাতিক

এপ্রিল ৩০, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ণ

আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমে নামাজের সময় এক মসজিদে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র বিসমুল্লাহ হাবিব জানিয়েছেন, স্থানীয় সময় বেলা দুইটার দিকে পশ্চিম কাবুলের খলিফা সাহিব মসজিদে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের সময় মসজিদে থাকা এক ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নামাজের সময় ব্যাপক বিস্ফোরণে মসজিদ ছিন্ন ভিন্ন হয়ে যায়। বিস্ফোরণে তার হাত ও পায়ের পাতা পুড়ে গেছে বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাব্বির জানিয়েছেন তিনি বিস্ফোরণের পর মানুষকে অ্যাম্বুলেন্স ভর্তি করে নিয়ে যেতে দেখেছেন। তিনি বলেন, ‘বিস্ফোরণ খুবই জোরালো ছিল, ভেবেছিলাম কানের পর্দা ফেটে গেছে।’

কাছের হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স জানিয়েছেন তিনি হামলায় আহত রোগীদের গ্রহণ করেছেন।

আফগানিস্তানে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি প্রাণঘাতী বিস্ফোরণ ঘটেছে। এর বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

আফগানিস্তানের তালেবান শাসকেরা গত বছরের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে বলে আসছেন তারা দেশ সুরক্ষিত করেছেন। এছাড়া ইসলামিক স্টেটের স্থানীয় লোকবল নির্মূলের দাবি করে থাকে তালেবান। তবে আন্তর্জাতিক কর্মকর্তা এবং বিশ্লেষকদের ধারণা আফগানিস্তানে জঙ্গি তৎপরতা বাড়ার আশঙ্কা রয়েছে।

বেশ কয়েকটি হামলায় শিয়া মতালম্বীদের নিশানা বানানো হয়েছে। তবে সুন্নি মসজিদও আক্রান্ত হয়েছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *