আতঙ্কের রাত শেষ নতুন দিন রাশিয়ায়

আতঙ্কের রাত শেষ নতুন দিন রাশিয়ায়

আন্তর্জাতিক স্লাইড

জুন ২৬, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ণ

রাশিয়ার সেনা নেতৃত্বের বিরুদ্ধে ওয়াগনার যোদ্ধারা ‘বিদ্রোহ’ ঘোষণা করে শনিবার। ওয়াগনার বাহিনীর রাজধানীর দিকে অগ্রসর হওয়ার খবরে এদিন মস্কোজুড়ে চলছিল লকডাউন। রাষ্ট্রীয় নির্দেশে ঘরবন্দি হয়ে দিন কাটিয়েছে স্থানীয়রা।

শহরটির রাজনৈতিক প্রাণকেন্দ্র বিখ্যাত রেড স্কোয়ারে দেখা গেছে ব্যারিকেড। তবে ওয়াগনারের এই বিদ্রোহ সেনা-সরকার-বাসিন্দাদের যে হুমকির মধ্যে রেখেছিল তা এখন কেটে গেছে। শ্বাসরুদ্ধ দিন শেষে আতঙ্কের রাত কাটতেই রোববার শঙ্কামুক্ত ভোরের সূর্য এসে পড়েছে পুরো মস্কোবাসীর চোখে-মুখে। ২৪ ঘণ্টা পর এক ঝলমলে নতুন দিনের দেখা মিলল মস্কোতে।

রাজধানীর বেশ কয়েকজনের কাছে ওয়াগনারের বিদ্রোহ সম্পর্কে অভিমত জানতে চায় বিবিসি। স্থানীয় এক বাসিন্দা বিবিসির রাশিয়া সম্পাদক স্টিভ রোজেনবার্গকে বলেন, ‘তারা এখনো কোনো ট্যাংক দেখিনি, তাই আমরা এই বিষয় নিয়ে চিন্তা করব না।’

অন্য একজন জানান, তারা ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন ও ১৯৯৩ সালে সাংবিধানিক সংকটের সময় মস্কোর রাস্তার ট্যাংক থেকে বেঁচে গিয়েছিল। তাই ‘আজ যাই হোক না কেন আমরা বেঁচে থাকব।’ গালিনা নামের এক নারী রয়টার্সকে বলেন, ‘আমরা মোটেও ভয় পাই না। আমাদের প্রেসিডেন্ট ও জনগণের ওপর আমার আস্থা আছে।’

কিন্তু অন্য এক বাসিন্দা নিকোলাই ঘটনাগুলোকে ‘ভয়ংকর’ বলে অভিহিত করেন। বলেন, ‘আমরা এখন জানি, মস্কোতে অগ্রসর হওয়ার হুমকি পেরিয়ে গেছে। তবে বাসিন্দাদের বাড়িতে থাকার ও সোমবার পর্যন্ত কাজে যাওয়ার হুমকি এখনো বহাল রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *