আজ সম্মান রক্ষার মিশনে নামছে বাংলাদেশ

আজ সম্মান রক্ষার মিশনে নামছে বাংলাদেশ

খেলা

অক্টোবর ২৮, ২০২৩ ৯:০১ পূর্বাহ্ণ

ভারত বিশ্বকাপে এখনো নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি বাংলাদেশ। বিশ্ব আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে টাইগাররা জয় পেয়েছে মাত্র একটিতে। টানা চার হারের পর নিজেদের সম্মান নিয়েই টানাটানি পড়ে গেছে বাংলাদেশের। যে কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটাই। ম্যাচ নিয়ে অবশ্য যথেষ্ট আশাবাদী বাংলাদেশ দল। ম্যাচের আগের দিন (শুক্রবার) সংবাদ সম্মেলনে আসা টাইগার গতি তারকা তাসকিন আহমেদ অবশ্য শুনিয়েছেন সেই আশার বাণীও।

এই পেসার বলছিলেন, ‘আশা অনুযায়ী তো বোলিং-ব্যাটিং দুটোই হয়নি। আশা করছি যে কালকে আমাদের সেরাটা দিয়ে যেসব জায়গায় ভুল হয়েছে তা উন্নতি করা। মূল লক্ষ্য এখন তো জেতার কোনো বিকল্প নেই। নিজেদের সেরাটা দিয়ে জেতাটা মূল লক্ষ্য। যেসব জায়গায় ভালো হয়নি, সেসব জায়গায় ১০-১৫ শতাংশ উন্নতি করলে হয়ত জেতার সুযোগটা আসবে।’

বাংলাদেশ দলের এখনো অনেক কিছুই করে দেখানোর ক্ষমতা রয়েছে এমনটাই মনে করেন তাসকিন, ‘এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। আরো চার ম্যাচ আছে। পরের ৪ ম্যাচে যদি আমরা জিততে পারি, অনেক কিছুই সম্ভব। কারণ এখানে রান রেটের একটা ব্যাপার আছে এবং কয়েকটি দল আছে যেমন- ইংল্যান্ড হেরেছে আফগানিস্তানের কাছে। আবার ইংলিশরা শ্রীলঙ্কার বিপক্ষেও হেরেছে। ফলে যদি পরের চার ম্যাচে জিততে পারি তাহলে গল্পটা অন্যরকম হতে পারে।’

এদিকে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস জানিয়েছেন নিজেদের সামর্থ্য সম্পর্কে, ‘আমরা বেশি দর্শকের সামনে খেলতে পছন্দ করি। ছেলেরাও মুখিয়ে আছে। কালকের দর্শকরা ভারত নাকি বাংলাদেশ থেকে আসছেন, তা আমরা জানি না। আমরা তাদের সামনে ভালো পারফরম্যান্স দেখাতে চাই। আমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলি। এটা বিগ গেম, প্রতিটি ম্যাচই বিগ গেম। মাঠে নামতে মুখিয়ে আছি। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *