আইপিএল না খেলেও পুরো পারিশ্রমিক পাবেন পান্থ!

আইপিএল না খেলেও পুরো পারিশ্রমিক পাবেন পান্থ!

খেলা

জানুয়ারি ৯, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ

৩০ ডিসেম্বর মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে  হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ভারতীয় তারকা ক্রিকোটর ঋষভ পন্থ। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি সেখানেই ভর্তি রয়েছেন। তা সত্বেও আইপিএলে না খেলেও পাবেন পুরো পারিশ্রমিক।

এবারের আইপিএলে ঋষভ পান্তের খেলার সুযোগ নাই বললেই চলে। আইপিএলের আসন্ন আসরে পান্থ যদি একটি ম্যাচও না খেলেন তাহলেও দিল্লি ক্যাপিটালসের এই অধিনায়ক পুরো পারিশ্রমিকের ১৬ কোটি টাকা পাবেন।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, ব্যাট হাতে মাঠে নামতে হলে ৬ সপ্তাহ সময় লাগবে পন্থের। তাই এপ্রিলে শুরু হতে যাওয়া আইপিএলে ঋষভ পন্ধের খেলার সুযোগ কম।

এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নিয়ম হলো- বিসিসিআইয়ের সঙ্গে বার্ষিক চুক্তি থাকা কোনো ক্রিকেটার যদি চোট পেয়ে আইপিএল খেলতে না পারেন, তাহলে বোর্ডের তরফে তাকে সেই টাকা দেওয়া হয়। দিল্লি ক্যাপিটালস পান্থের বদলে  অন্য কাউকে সই করাতে পারে।

শুধু আইপিএলের পারিশ্রমিকই নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তিতে গ্রেড ‘এ’-তে রয়েছেন পন্থ।

বছরে বোর্ডের কাছ থেকে ৫ কোটি টাকা পান তিনি। চিকিৎসার সময় বা তার পরে মাঠে নামার আগ পর্যন্ত সেই টাকাও পাবেন পান্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *