আইপিএলে যে দুই মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুস্তাফিজ

আইপিএলে যে দুই মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুস্তাফিজ

খেলা

এপ্রিল ১৪, ২০২৪ ১১:০২ পূর্বাহ্ণ

এবারের আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে মাঠ মাতাচ্ছেন মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৯ উইকেটে শিকার করেছেন। আসরের শুরুর দিকে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকার ছিলেন ফিজ। শীর্ষস্থান হারালেও এখনো সেরা তিনে আছেন এই টাইগার পেসার।

এদিকে এবারের আইপিএলে দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছে মুস্তাফিজুর রহমান। আইপিএলে নিজের প্রথম আসরে দ্যুতি ছড়িয়ে ১৭ উইকেট পেয়েছিলেন মুস্তাফিজ। এরপরে এক আসরে এতগুলো উইকেট পাওয়া হয়নি তার। তবে এবারের আসরে যেভাবে শুরু করেছেন ফিজ তাতে হয়তো নিজের গড়া রেকর্ডটি ভাঙতে পারবেন তিনি।

চলমান আসরে বাকি যে কয়েকটি ম্যাচ খেলবেন ফিজ, সেসব ম্যাচে ৯ উইকেট শিকার করলে ১৮ উইকেট হবে। এতে ২০১৬ আইপিএলের ১৭ উইকেটের রেকর্ড ভাঙবেন দ্য ফিজ।

শুধু তাই-েই নয়, পরের ম্যাচগুলোতে ৯ উইকেট পেলে আইপিএলে মোট ৬৫টি উইকেটের মালিক হবেন মুস্তাফিজ। এতে আরেক বাংলাদেশি সতীর্থ সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশি বোলারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি হবেন দ্য ফিজ।

আইপিএলে ৭১ ম্যাচে সাকিবের ৬৩ উইকেট। অন্যদিকে ৫২ ম্যাচে কাটার মাস্টারের শিকার ৫৬ উইকেট। তবে এসব রেকর্ড গড়তে খুব বেশি সময় পাচ্ছেন না টাইগার এই পেসার।

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে দেখা যেতে পারে মুস্তাফিজকে। এই সময়ের মধ্যে মাত্র ৪টি ম্যাচ আছে চেন্নাইয়ের। যেখানে ফিজের প্রতিপক্ষ তারই সাবেক দুই দল। ১৪ এপ্রিল মুম্বাই, ১৯ ও ২৩ এপ্রিল হোম ও অ্যাওয়ে ম্যাচে লখনৌ এবং ২৮ এপ্রিল হায়দরাবাদের বিপক্ষে খেলবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *