আইপিএলে কলকাতার পূর্ণাঙ্গ স্কোয়াড ও সময়সূচি

আইপিএলে কলকাতার পূর্ণাঙ্গ স্কোয়াড ও সময়সূচি

খেলা

মার্চ ৩০, ২০২৩ ৮:৩৯ পূর্বাহ্ণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর শুরু হচ্ছে আগামী শুক্রবার (৩১ মার্চ)। উত্তেজনায় ভরা এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে আগ্রহের কোনো কমতি নেই ক্রিকেট সমর্থকদের। আর বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের আগ্রহের বাড়তি কারণ এবারের আইপিএলে সুযোগ পেয়েছেন তিন টাইগার ক্রিকেটার।

বিশ্বের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) টাইগারদের টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান ও উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস খেলবেন। এ ছাড়া দিল্লি ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজুর রহমান আসর মাতাবেন।

আসরের দ্বিতীয় দিন অর্থাৎ ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনের দল। আর ইডেন গার্ডেনে কেকেআর প্রথম ম্যাচ ৬ এপ্রিল। এদিন ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু।

একনজরে দেখে নেওয়া যাক, কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড…

ব্যাটার : শ্রেয়াস আইয়ার, মনদীপ সিং, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং

অলরাউন্ডার : অনুকূল রায়, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়াইজ, সাকিব আল হাসান, সুনীল নারাইন, বেঙ্কটেশ আইয়ার

উইকেট-রক্ষক ব্যাটার : লিটন দাস, নারায়ণ জগদীশান, রহমান-উল্লাহ গুরবাজ

বোলার : হর্ষিত রানা, কুলবন্ত খেজরোলিয়া, লকি ফার্গুসন, শার্দূল ঠাকুর, সুয়াশ শর্মা, টিম সাউদি, উমেশ যাদব, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী

তারিখ    প্রতিপক্ষ    স্টেডিয়াম    সময়
১ এপ্রিল    পাঞ্জাব কিংস    মোহালি    বিকেল ৪টা
৬ এপ্রিল    ব্যাঙ্গালুরু    কলকাতা    রাত ৮টা
৯ এপ্রিল    গুজরাট টাইটানস    আহমেদাবাদ    বিকেল ৪টা
১৪ এপ্রিল    সানরাইজার্স হায়দ্রাবাদ    কলকাতা    রাত ৮টা
১৬ এপ্রিল    মুম্বাই ইন্ডিয়ান্স    মুম্বাই    বিকেল ৪টা
২০ এপ্রিল    দিল্লি ক্যাপিটালস    দিল্লি    রাত ৮টা
২৩ এপ্রিল    চেন্নাই সুপার কিংস    কলকাতা    রাত ৮টা
২৬ এপ্রিল    বেঙ্গালুরু    বেঙ্গালুরু    রাত ৮টা
২৯ এপ্রিল    গুজরাট টাইটানস    কলকাতা    বিকেল ৪টা
৪ মে    সানরাইজার্স হায়দ্রাবাদ    হায়দ্রাবাদ    রাত ৮টা
৮ মে    পাঞ্জাব কিংস    কলকাতা    রাত ৮টা
১১ মে    রাজস্থান রয়্যালস    কলকাতা    রাত ৮টা
১৪ মে    চেন্নাই সুপার কিংস    চেন্নাই    রাত ৮টা
২০ মে    লখনৌ সুপার জায়ান্টস    কলকাতা    রাত ৮টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *