অহিংস আন্দোলন চলবে, কূটনীতিকদের ইফতারে মির্জা ফখরুল

অহিংস আন্দোলন চলবে, কূটনীতিকদের ইফতারে মির্জা ফখরুল

রাজনীতি

মার্চ ২৫, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ

 

কূটনীতিকদের সম্মানে অনুষ্ঠিত বিএনপির ইফতার আয়োজনে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারা অংশ নিয়েছেন। রাজধানীর একটি হোটেল এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্যে ইফতারে অংশগ্রহণকারী কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় কূটনীতিকদের উদ্দেশে তিনি বলেন, অধিকার ও স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রামে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনকে আমরা গভীরভাবে মূল্যায়ন করি। যার মধ্য দিয়ে প্রকৃতভাবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করা যেতে পারে। যতক্ষণ পর্যন্ত আমরা এটা অর্জন করতে না পারি, জনগণের শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলন চলবে।

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অমানবিক হত্যাকাণ্ডের বিষয়ে বিএনপি গভীরভাবে অবহিত বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। গণহত্যা বন্ধে আন্তর্জাতিক গোষ্ঠী ও জাতিসংঘের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি উল্লেখ করেন, দুই রাষ্ট্র কৌশলই এ সংকটের সমাধান হতে পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *