অভিজ্ঞদের ছাড়া এগিয়ে যাওয়ার এটাই সময়: হাথুরুসিংহে

‘অভিজ্ঞদের ছাড়া এগিয়ে যাওয়ার এটাই সময়’

খেলা

নভেম্বর ২৭, ২০২৩ ১১:০১ পূর্বাহ্ণ

মঙ্গলবার থেকে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলাটি শুরু হবে। ৬ ডিসেম্বর ঢাকার মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।

আসন্ন এই সিরিজে আঙ্গুলের চোটের কারণে নেই অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের আগ থেকেই দলের বাইরে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। পারিবারিক কারণে ছুটিতে আছেন ওপেনার লিটন কুমার দাস। নেই তারকা পেসার তাসকিন আহমেদও।

আসন্ন এই সিরিজ শুরুর আগে রোববার সিলেটে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, এরকম একটা সিরিজে অভিজ্ঞদের হারানো যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জের। বিশেষ করে বাংলাদেশের মতন দলের জন্য। এরা কেউ ১৫ বছর, কেউ ১০ বছর ধরে বাংলাদেশের হয়ে সব সংস্করণে খেলছে।

হাথুরু আরও বলেন, আমি বলব এটা একটা দিক, আর আমাদের জন্য এটা হচ্ছে সামনে তাকানোর সুযোগ। তরুণরা কি করতে পারে দেখা যায়। আমার মনে হয় যারা অনেকদিন ধরে খেলছে তাদের ছেড়ে এগিয়ে যাওয়ার এখনই সময়। তারা চিরকাল থাকবে না। এটা রোমাঞ্চকর হবে। তরুণদের জন্য সুযোগ তাদের নামটা প্রতিষ্ঠা করা এবং লম্বা ক্যারিয়ার করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *