অবসর ভেঙে ফিরলেন তামিম, যা বললেন পাপন

অবসর ভেঙে ফিরলেন তামিম, যা বললেন পাপন

খেলা

জুলাই ৮, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ণ

একদিনের ব্যবধানেই ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এতে ইতিহাসের সংক্ষিপ্ততম অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বাঁহাতি এ ব্যাটার। তার ফেরার খবরে স্বস্তি প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত নেন তামিম। এ সময় তার সঙ্গে গণভবনে উপস্থিত ছিলেন টাইগারদের সাবেক দলপতি মাশরাফী বিন মোর্ত্তজা ও বিসিবি সভাপতি পাপন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে গণভবনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘রিটায়ারমেন্টের (অবসর) যে চিঠিটা ও দিয়েছে সেটা সে উইথড্র করেছে। এখন সে অবসরে যাচ্ছে না। যেহেতু সে মানসিক ও শারীরিকভাবে ফিট না, সে কারণে ও দেড় মাস সময় চেয়েছে। দেড় মাস পর সে ফিরে আসবে। এই সিরিজে সে থাকছে না।’

তামিমের অবসর ভেঙে ফেরায় বেশ স্বস্তি প্রকাশ করেছেন বিসিবি বস। পাপন বলেন, ‘এটা অবশ্যই স্বস্তির। আমাদের ক্যাপ্টেন না থাকলে আমরা খেলব কি করে?’

অবসর ভেঙে ফেরার বিষয়ে তামিম বলেন, ‘আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফী ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফী ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’

এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন তামিম। এ সময় বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *