অবরোধে নাশকতা ঠেকাতে মাঠে থাকবে র‍্যাব

রাজনীতি

অক্টোবর ৩১, ২০২৩ ১২:৪০ অপরাহ্ণ

 

মহাসমাবেশ, হরতাল। এরপর ৩ দিনের অবরোধের ডাক দিয়েছে বিএনপি। এমন পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিক রাখতে মাঠে থাকবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৩০ অক্টোবর) র‌্যাব সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ৩১ অক্টোবর থেকে বিভিন্ন রাজনৈতিক দল ৩ দিনের জন্য দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। এতে জানমালের ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের ১৫ ব্যাটালিয়নের ৩ শতাধিক টহল নিয়োজিত থাকবে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের স্পেশাল টিম ও স্টাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি দেশজুড়ে বিভিন্ন নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটেছে। যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ছিল, তাদের সিসিটিভি ও ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্যাদি বিশ্লেষণ করা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে র‌্যাব।

র‌্যাবের সাইবার মনিটরিং টিম এসব দুষ্কৃতকারীকে শনাক্ত করছে। তাদের আইনের আওতায় নিয়ে আসতে সার্বক্ষণিক সাইবার জগতে নজরদারি রাখছে। যে কোনো মূল্যে জনজীবনের সুরক্ষা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *