অধিনায়কত্ব পেয়ে যা বললেন লিটন

অধিনায়কত্ব পেয়ে যা বললেন লিটন

খেলা

জুলাই ৭, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ

দীর্ঘ ১৬ বছরের বর্ণিল ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বলে দিয়েছেন বাংলাদেশ দলপতি তামিম ইকবাল। এতে আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের বাকি দুই ম্যাচে নেতৃত্ব দেবেন দলটির সহ-অধিনায়ক লিটন দাস। আর দায়িত্ব পেয়েই তিনি বলেন, ‘চিল’।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। তার আগের দিন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লিটন বলেন, তামিমের অনুপস্থিতি দলে প্রভাব ফেলবে না।

লিটন বলেন, ‘উনি (তামিম) আগের ম্যাচে ছিলেন, এই ম্যাচে নেই। তার ইনজুরিও হতে পারতো। এটা তেমন প্রভাব ফেলবে না। দল, খেলোয়াড় একই আছে। তিনি অবসর না নিয়ে ইনজুরিতে থাকলে এই প্রশ্ন আসতো না। আমরাও একই পরিকল্পনায় একই দল নিয়ে খেলতাম।’

তামিমকে নিয়ে বারবার প্রশ্নে বিরক্তিও প্রকাশ করেন ওপেনার লিটন। তিনি ম্যাচ নিয়ে কথা বলার আহ্বান করেন। তামিমের অবসর নিয়ে কথা বলতে আসেননি বলেও মন্তব্য করেন এই ব্যাটার।

তিনি বলেন, ‘উনি থাকলে ভালো হতো। এখন যেহেতু নেই ওই টপিক নিয়ে কথা বলা দরকার মনে করি না। (তামিমকে) মিস করাটা ভিন্ন বিষয়। কাল ইনজুরিতে আমি না থাকলে দল আমাকে মিস করবে না। অন্য কেউ চলে আসবে।’

দলের নেতৃত্বভার পাওয়ার বিষয়ে লিটন বলেন, ‘চিল।’ তিনি বলেন, ‘বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া গর্বের বিষয়। আমি আগেও দায়িত্ব পালন করেছি। ভালো কিছুর করার চেষ্টা করবো।’

নেতৃত্ব কোন ম্যাজিক নয় বলেও মন্তব্য করেন লিটন। তার মতে, ‘দলের সকলে ভালো করলে অধিনায়কের নাম হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *