এপ্রিল ১২, ২০২২ ১১:০৩ পূর্বাহ্ণ
সৌদি আরবে কেউ যদি ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ধরনের অর্থনৈতিক ক্ষতিসাধন করে বা সাইবার ক্রাইমের মাধ্যমে অন্যদের থেকে অর্থ হাতিয়ে নেয় তাহলে কঠিন শাস্তির কথা জানিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউশন বিভাগ।
পাবলিক প্রসিকিউশন বিভাগ জানিয়েছে, কেউ যদি ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ধরনের অর্থনৈতিক ক্ষতিসাধন করে বা সাইবার ক্রাইমের মাধ্যমে অন্যদের থেকে অর্থ হাতিয়ে নেয়, তবে তাকে ৩ বছর পর্যন্ত জেল এবং ২০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।
দেশটির বিচার বিভাগ জানিয়েছে, যদি কোনো ব্যক্তি ইন্টারনেটের মাধ্যমে কোনো ভুয়া লিংক, মেসেজ, বা ইমেইলের মাধ্যমে কোনো সরকারি এজেন্সি বা কর্মকর্তা পরিচয় দেয় বা যে কোনো অর্থনৈতিক সংস্থার পরিচয় দিয়ে অন্যান্য মানুষের অর্থনৈতিক তথ্য, ব্যাংকের তথ্য বা অর্থ হাতিয়ে নেয়, তবে এই অসাধু কাজে জড়িতদের ৩ বছর পর্যন্ত জেল হতে পারে এবং ২০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।