চলতি বছরের ২৪ সেপ্টেম্বর উদয়পুরের লেক প্যালেসে গাঁটছড়া বাঁধেন আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা আর বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বন্ধু, প্রেমিক থেকে এখন তাঁরা দম্পতি। ভারতের গুজরাটের এক অনুষ্ঠানে অভিনেত্রী জানালেন সফল দাম্পত্য জীবনের রহস্য।
অনুষ্ঠানে পরিণীতির কাছে প্রশ্ন করা হয়, রাজনীতিতে তাঁর আগ্রহ আছে কি না। উত্তরে পরিণীতি বলেন, ‘আমি বলছি সফল বিয়ের গোপন কী! আমি অভিনয়শিল্পী, সে (স্বামী রাঘব চাড্ডা) রাজনীতিবিদ। বলিউড সম্পর্কে সে কিছুই জানে না। আমারও রাজনীতি নিয়ে জানাশোনা নেই। এ কারণেই আমাদের বিয়েটা দারুণ চলছে।’
গত সেপ্টেম্বরে কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় রাঘব ও পরিণীতির বিয়ের অনুষ্ঠান। ঐতিহাসিক শহর উদয়পুরে হয় এই রাজকীয় বিয়ে।
তবে ঘোড়া বা হাতিতে নয়, নৌকায় চেপে রাঘব এসেছিলেন কনের কাছে। বরযাত্রীদের নৌকাবিহারের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বর ও বরযাত্রীদের পাঞ্জাবি আর রাজস্থানি সংস্কৃতি অনুযায়ী স্বাগত জানানো হয়েছিল লীলা প্যালেসে।