শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে ডাক পেলেন মোসাদ্দেক

খেলা

এপ্রিল ৩০, ২০২২ ৯:৫৮ পূর্বাহ্ণ

শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের দলে ডাক পেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার পুরষ্কার পেলেন এই অলরাউন্ডার। তবে ওয়ানডে সংস্করণে উজ্বল ছিল মোসাদ্দেকের পারফরম্যান্স। প্রথম শ্রেণির ক্রিকেট আলো ছড়াতে পারেননি। তবুও টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। সব শেষে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২০১৯ সালের সেপ্টেম্বরে সাদাপোশাকে খেলেছিলেন মোসাদ্দেক। প্রায় আড়াই বছর পর ডাক পেয়েছেন টেস্ট দলে।

সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রান সংগ্রাহকের তালিকায় মোসাদ্দেক আছেন তৃতীয় স্থানে। ১৫ ম্যাচে ৬৫৮ রান করেন আবাহনীর অধিনায়ক। যদিও তার নেতৃত্বে এবার চ্যাম্পিয়ন-রানার্সআপ কোনোটাই হতে পারেনি ঐতিহ্যবাহী ক্লাবটি। তবে ব্যাট হাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। ৭টি হাফ সেঞ্চুরিতে ৪৭ গড়ে এ রান করেন মোসাদ্দেক। সর্বোচ্চ ৮৮। ৪ মেরেছেন ৫৩টি আর ছয় ২৯টি। বল হাতে নেন ১৫ ম্যাচে ১৬ উইকেট। বছরের শুরুতে তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট লিগে ওয়ালটন সেন্ট্রাল জোনে চ্যাম্পিয়ন হয়।

৫ দিন আগে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ। এবার তাতে যুক্ত হলেন মোসাদ্দেক। ১৫-১৯ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। এরপর ২৩-২৭ মে মিরপুর শের-ই বাংলায় হবে দ্বিতীয় টেস্ট। ৮ মে বাংলাদেশে আসার কথা রয়েছে দ্বীপরাষ্ট্রটির।

টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে চার ম্যাচে দুটি করে জয়-পরাজয়ে শ্রীলংকার পয়েন্ট ২৪। ১২ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে আট নম্বরে। ছয় ম্যাচে বাংলাদেশের জয় একটি, বাকি পাঁচ ম্যাচে হার।

বাংলাদেশ স্কোয়াড-

মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসরাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহীদুল ইসলাম ও শরীফুল ইসলাম (ফিটনেস পরীক্ষায় পাস করলে)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *