এপ্রিল ৭, ২০২২ ১১:৩৯ পূর্বাহ্ণ
ঢাকাই সিনেমার চলচ্চিত্র শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’। আর সেই শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনার পর এবার নতুন খবরে আবারও প্রাণ ফিরে পেল শিল্পী সমিতি। শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেল ১০৩ শিল্পী।
চলচ্চিত্র শিল্পী সমিতির পদ হারানো ১৮৪ শিল্পীর মধ্যে ১০৩ জন শিল্পী পূর্ণ পদ ফিরে পেয়েছেন। বুধবার সন্ধ্যায় এ ঘোষণা দিয়েছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন। জানানো হয় পদ হারানো ১৮৪ জন শিল্পীর মধ্যে ২০ জন মারা গেছেন, বাকি সদস্যদের খোঁজ পাওয়া যায়নি।
এর মাধ্যমে এই সদস্যরা আবারও ভোট দেওয়ার অধিকার পেলেন। এদিকে এই সভায় কার্যনির্বাহী পদে শপথ নিয়েছেন রিয়াজ। উক্ত পদ থেকে পদত্যাগ করেছিলেন রোজিনা।
পদ হারানোদের পদ ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের আদেশ এসেছিল ফেব্রুয়ারি মাসেই। সেই আদেশের বলেই বুধবার শিল্পী সমিতির সদস্যদের তালিকায় যুক্ত হলেন পদ হারানোরা।
পদ ফিরে পাওয়ায় কাঞ্চন-নিপুণ-রিয়াজকে ধন্যবাদ জানিয়েছেন এই সদস্যরা। এবং নতুন উদ্যমে কাজ করার ইচ্ছাও পোষণ করেছেন তারা।