শাহরুখ-রণবীরকে পেছনে ফেললেন কোহলি

শাহরুখ-রণবীরকে পেছনে ফেললেন কোহলি

বিনোদন স্পেশাল

জুন ২০, ২০২৪ ১০:৪৯ পূর্বাহ্ণ

শাহরুখদের পেছনে ফেলে ভারতের সবচেয়ে মূল্য়বান সেলিব্রিটি এখন বিরাট কোহলি। এ মুহূর্তে বিরাট কোহলির ব্র্যান্ড ভ্যালু প্রায় ১৯ হাজার কোটি টাকা। বর্তমানে এতটাই মূল্যবান ভারতীয় এ ক্রিকেট তারকা যা শাহরুখকেও পেছনে ফেলেছে।

হিন্দুস্তান টাইমস আরও জানায়, ভারতের সবচেয়ে প্রভাবশালী সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকা প্রকাশ করেছে কনসালট্যান্সি ফার্ম ক্রোল। এর মধ্যে সব বলিউড সেলিব্রিটিকে পেছনে ফেলে ক্রিকেটার বিরাট কোহলি শীর্ষে রয়েছেন। এর পরের স্থানে রয়েছেন রণবীর সিং, যার ব্র্যান্ড ভ্যালু ২০৩.১ মিলিয়ন মার্কিন ডলার।

২০২৩ সালে পরপর দুটো ১০০০ কোটির ছবি উপহার দিয়েছেন বাদশা শাহরুখ খান। ছিল শাহরুখের ক্যারিয়ারের ব্য়বসাসফল বছর। তারপরও বিজ্ঞাপনী জগতে তার দাম খুব একটা বাড়েনি।
ক্রোলস সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৩ অনুযায়ী, শাহরুখ খান তৃতীয় স্থানে রয়েছেন, যার ব্র্যান্ড ভ্যালু ১২০.৭ মিলিয়ন মার্কিন ডলার। দশম থেকে তিন নম্বরে উঠে আসেন কিং খান। এই প্রথমবার ২০২০ সালের পর প্রথম পাঁচে স্থান পেলেন তিনি।

চতুর্থ স্থানে রয়েছেন অক্ষয় কুমার, যার ব্র্যান্ড ভ্যালু ১১১.৭ মিলিয়ন মার্কিন ডলার। পঞ্চম স্থানে আছেন আলিয়া ভাট। যার ব্র্যান্ড ভ্যালু ১০১.১০ মিলিয়ন মার্কিন। আলিয়া ভাট এর আগে চতুর্থ স্থানে ছিলেন। ষষ্ঠ স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন, যার ব্র্যান্ড ভ্যালু ৯৬ মিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া সপ্তমে আছেন এমএস ধোনি। অষ্টমে শচীন টেন্ডুলকার। নবমে অমিতাভ বচ্চন। এবং দশমে সালমান খান।

সেলিব্রিটিদের ব্র্যান্ডের সবচেয়ে বেশি আয় আসে ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকেই। প্রোডাক্ট বা ব্র্যান্ড এনডোর্সমেন্ট, ডিজিটাল ক্যাম্পেন, ওয়েবসাইটে উপস্থিতির মতো বিষয় থেকে সম্ভাব্য আয়ের নিরিখে এ ধরনের ভ্যালুয়েশন সম্পর্কে ধারণা করা হয়। যদিও মার্চেন্ডাইজিং থেকে আয়ের বিষয়টি এ ক্ষেত্রে বিবেচিত হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *