এপ্রিল ৩০, ২০২২ ১০:১২ পূর্বাহ্ণ
হলিউড সুপারস্টার আমির খান তার সিনেমার মাধ্যমে সমাজে বার্তা পৌঁছে দিতে ভালোবাসেন। বিশেষ করে তরুণ প্রজন্মকে নানাভাবে উৎসাহিত করেন তিনি।
বলিউডের মি. পারফেক্টশনিষ্টের সর্বশেষ সিনেমা ছিল ‘ঠগস অব হিন্দুস্থান’। যা ব্যবসা সফল হয়। এ ছবিতে তার সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, আর ফাতিমা সানা শেখ।
তবে নতুন খবর হচ্ছে, শিগগিরই আমিরকে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে। হলিউডের অত্যন্ত জনপ্রিয় ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক ছবিটি। এ ছবিতে আমিরের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে।
তবে এই সিনেমাই পারিশ্রমিকের কারণে খবরের শিরোনাম হয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ১১ আগস্ট মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি লাল সিং চাড্ডা। সেখানেই মুখ্য ভূমিকায় অভিনয় করে আমির নাকি ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
পিছিয়ে নেই ছবির নায়িকা কারিনা কাপুর খানও। তিনি পেয়েছেন ৮ কোটি টাকা। আমির-কারিনা ছাড়াও দেখা যাবে মোনা সিংহ, চৈতন্য আক্কিনেনিকে। ছবির শুট নানা কারণে বারবার বন্ধ হওয়ার পরে সারাদেশে এবং বিশ্বে আগস্টে মুক্তি পেতে চলেছে। প্রযোজনায় আমির খান প্রোডাকশন, কিরণ রাও এবং ভায়াকম ১৮ স্টুডিয়োস।