ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান যুক্তরাষ্ট্রে গেছেন ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ের জন্য। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে।
‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। কিছুদিন আগে বাংলাদেশে এসে কোর্টনি নিজের অংশের শুটিংও শেষ করে গেছেন।
জানা গেছে, ‘রাজকুমার’ সিনেমার তিন মিনিটের একটি ফাইট দৃশ্যের জন্য ৭০ লাখ টাকা খরচ হয়েছে।
এ বিষয়ে সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ বলেন, “আমরা ‘রাজকুমার’ সিনেমার ফাইটে যে বাজেট খরচ করেছি সেই টাকাতে আমাদের এখানে অনেক সিনেমা নির্মিত হয়। ফাইট আর গানে আমরা কোনো কমতি রাখতে চাই না।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হয়। এতে শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান। সিনেমাটি প্রযোজক আরশাদ আদনান।
‘রাজকুমার’ সিনেমাটি প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে।