বিশ্বের বিভিন্ন দেশের মতো যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মুসলিমরাও উদযাপন করছেন পবিত্র ঈদুল ফিতর। স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশিরাও ঈদ জামাতে অংশ নেন।
অনেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ঈদের জামাতে শরিক হন। আবার অনেকের দেশে ফিরে যাওয়ার চেষ্টা থাকলেও বিধি নিষেধের কারণে সেটিরও কোন উপায় নেই । খুতবায় মুফতি শেখ আহমেদ ইউক্রেনসহ মুসলিম উম্মাহর প্রতি শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোকপাত করেন।
কিয়েভ সেন্ট্রাল মসজিদের ইমাম মুফতি শেখ আহমেদ বলেন, ইসলাম শান্তির ধর্ম। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা এখানে একত্রিত হয়ে ঈদের নামাজ আদালত করতে পেরেছি। যুদ্ধ বন্ধ হয়ে শান্তি ফিরে আসুক ইউক্রেনে। পুরো বিশ্বে যেন ছড়িয়ে পড়ুক শান্তির সুবাতাস।
বিভিন্ন জরিপ মতে, প্রায় দশ লাখ মুসলমান দেশটিতে বসবাস করে, যা পুরো জনসংখ্যার এক শতাংশেরও কম। গেলো দুই বছর ইউক্রেনে মুসলমানদের ঈদ কেটেছে করোনায়। আর, এবার যুদ্ধের মাঝেই ঈদ। বিশ্বের অন্যান্য দেশের মুসলিম সম্প্রদায় ঈদের দিন যেখানে আনন্দ উচ্ছাসে মাতোয়ারা থাকে, সেখানে ইউক্রেনে পালন হচ্ছে আতঙ্ক ও উৎকন্ঠায়।