ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ তাদের সদ্য ভূমিষ্ঠ মেয়ের নাম ঠিক করেছেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মেয়ের তিনটি ছবি এবং সঙ্গে নাম প্রকাশ করেছেন রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ।
শনিবার নতুন নাম প্রকাশের পরই রোনালদো-জর্জিনাকে অভিনন্দন জানাতে থাকেন তাদের ভক্তরা। সেই ছবিতে দেখা যাচ্ছে খুব আরাম করে ঘুমাচ্ছে রোনালদোর নতুন মেয়ে।
জর্জিনা রদ্রিগেজ জানিয়েছেন, মেয়েটির নাম তারা রেখেছেন বেল্লা এসমেরালদা। ছবি প্রকাশ করে প্রথমবারের মতো ছোট্ট মেয়েটিকে একদম কাছ থেকে দেখার সুযোগ তৈরি করে দেন তিনি।
এদিকে রোনালদো ও জর্জিনার নতুন মেয়ে জন্ম নেয় ১৮ এপ্রিল। এদিন জমজ সন্তানের জন্ম দেন রোনালদোর বান্ধবী। এর মধ্যে একজন ছিল ছেলে আরেকজন মেয়ে। কিন্তু ছেলে শিশুটি জন্মের পর মারা যায়। রোনালদো ও তার বান্ধবী দুইজনই ওই সময় খবরটি নিশ্চিত করেছিলেন।
সূত্র: দি সান