সিউলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংসের হুমকি কিমের

আন্তর্জাতিক স্লাইড

এপ্রিল ৩, ২০২২ ১০:৪৯ পূর্বাহ্ণ

দক্ষিণ কোরিয়া কোনো ‘বিপজ্জনক সামরিক পদক্ষেপ’ নিলে সিউলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

স্থানীয় সময় রোববার (৩ এপ্রিল) উত্তর কোরিয়ার বিরুদ্ধে হামলা চালানোর সক্ষমতা নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের নিন্দা জানিয়ে এ হুমকি দেন পিয়ংইয়ংয়ের নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং।

এক বিবৃতিতে তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্য আন্ত-কোরীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়িয়েছে।

এর আগে শুক্রবার (১ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুহ উক বলেন, তাদের সেনাবাহিনীর কাছে ‘উল্লেখযোগ্যভাবে উন্নত’ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে, যা নির্ভুলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

সুহ আরও বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হুমকির অপ্রতিরোধ্য প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা নিশ্চিত করতে সামরিক বাহিনীকে সক্রিয়ভাবে সমর্থন করবে। এ সময় উত্তর কোরিয়াকে ‘শত্রু’ বলে অভিহিত করেন তিনি। এ মন্তব্যের পরই মূলত সিউলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংসের হুমকি দিল পিয়ংইয়ং।

কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস ডিপার্টমেন্ট ডিরেক্টর কিম ইয়ো জং বলেন, তার দেশ এখন ‘অনেক কিছু পুনর্বিবেচনা করবে’ এবং দক্ষিণ কোরিয়া ‘গুরুতর হুমকির সম্মুখীন হতে পারে’।

এদিকে কিমের বিবৃতির পর রোববার (৩ এপ্রিল) এক পৃথক বিবৃতিতে কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি পাক জং চোন বলেন, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী কোনো বিপজ্জনক সামরিক পদক্ষেপ নিলে উত্তর কোরিয়া ‘ক্ষমাহীনভাবে তার সমস্ত সামরিক শক্তিকে সিউল এবং দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর প্রধান লক্ষ্যবস্তু ধ্বংস করার নির্দেশ দেবে’।

তবে সিউলের ‘প্রধান লক্ষ্যবস্তু’ বলতে কী বুঝানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি উত্তর কোরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *