মুক্তি পাচ্ছে বাপ্পারাজ অভিনীত নতুন সিনেমা

বিনোদন

ডিসেম্বর ৮, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ

চিত্রনায়ক বাপ্পারাজকে এখন খুব একটা অভিনয়ে দেখা যায় না। গল্প ও চরিত্র পছন্দ না হওয়ার জন্য অভিনয় থেকে দূরে রয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে দীর্ঘদিন পর তার অভিনীত একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মুক্তি পাবে তার অভিনীত সরকারি অনুদানে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্ল্যাশব্যাক ৭১’। মায়ের আঁচল মিডিয়া প্রযোজিত ও বাহার উদ্দিন খেলন পরিচালিত সিনেমাটিতে অন্যতম প্রধান চরিত্রে তাকে দেখা যাবে।

স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর অত্যাচারে ধর্ষিতা এক নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বাপ্পারাজ মেজর আকবর চরিত্রে অভিনয় করেছেন। তিনি স্বাধীনতা রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন প্রয়াত আব্দুল আজিজ, রেহানা জলি, নাসরিন হেলালী, এবং দীঘি।