মালিঙ্গাকে টপকে শীর্ষে ব্রাভো

খেলা

এপ্রিল ১, ২০২২ ১:২৫ অপরাহ্ণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে উইকেট শিকারে শ্রীলংকার লাসিথ মালিঙ্গাকে টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো।

আইপিএল পঞ্চদশ আসরে গতরাতে সপ্তম ম্যাচে লক্ষৌণ সুপার জায়ান্টসদের বিপক্ষে ম্যাচে ১ উইকেট নিয়ে অনন্য রেকর্ডের মালিক হন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নামা ব্রাভো। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী বনে যান তিনি।

গত ২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২০ রানে ৩ উইকেট নিয়ে মালিঙ্গাকে স্পর্শ করেছিলেন ব্রাভো। মালিঙ্গার সমান ১৭০ উইকেট হয়েছিল তার। আর গতরাতে ১ উইকেট নিয়ে মালিঙ্গাকে পেছনে ফেলে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী হন ব্রাভো।

আইপিএলে ১৫২ ম্যাচ খেলে ১৭১টি উইকেটের মালিক এখন ব্রাভো। ১২২ ম্যাচে ১৭০ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেলেন মালিঙ্গা। আইপিএলের ক্যারিয়ারে চেন্নাই-গুজারাট ও মুম্বাইয়ের হয়ে খেলেছেন ব্রাভো। আর পুরো ক্যারিয়ারে শুধুমাত্র মুম্বাইর হয়ে খেলেছেন মালিঙ্গা।

আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তৃতীয় থেকে পঞ্চমস্থানে আছেন তিন ভারতীয়। তিনজনই স্পিনার। এরা হলেন- অমিত মিশ্র, পিযুষ চাওলা ও হরভজন সিং। মিশ্র ১৫৪ ম্যাচে ১৬৬টি, চাওলা ১৬৫ ম্যাচে ১৫৭টি ও হরভজন ১৬৩ ম্যাচে ১৫০টি উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *