ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৬:৪০ অপরাহ্ণ
প্রেস বিজ্ঞপ্তি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, ভাষা শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। বুধবার ২১ ফেব্রæয়ারির প্রথম প্রহারে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর রহমান পলাশ, কোষাধক্ষ্য মো. আজহারুল ইসলাম, সাহিত ও ক্রিড়া সম্পাদক মো. মামুন হোসেন, দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক বিপ্লব, কার্যনির্বাহী সদস্য মো. মাজহারুল ইসলাম, মো. শিমুল হোসেন বাবু, রাকিবুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য ১৯৫২ সালের একুশে ফেব্রæয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা উর্দ্ধু ভাষাকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে। পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে বাংলা ভাষকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রæয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢবি) ক্যাম্পাস থেকে ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্র-ছাত্রীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরো কয়েকজন মাটির বীর সন্তান। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রæয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর ২০০০ সাল থেকে বিশ্বজুড়ে ২১শে ফেব্রæয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয়। ভাষা আন্দোলনের সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে খালি পায়ে, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি, গাইতে গাইতে হাতে ফুল নিয়ে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান