বিয়েবাড়ি মানেই তো চিরচেনা সেই জমকালো আয়োজন। আর এ আয়োজনের মধ্যেই ঘুমিয়ে পড়লেন কনে। ভারতের কোনো এক বিয়ের অনুষ্ঠানের এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে।
ঐ ভিডিওতে দেখা গেছে, একদম শান্তিতে ঘুমোচ্ছেন কনে। সোফায় গা এলিয়ে ঘুমিয়ে পড়েছে কনে।
আর এ ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, বেচারি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। কনেকে বিরক্ত না করাই ভালো।
ইনস্টাগ্রামের একটি পেজ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ক্রমেই বাড়ছে লাইক, ভিউ, কমেন্টের সংখ্যা। এরইমধ্যে ২ লাখ ভিউ হয়েছে।
এ ভিডিও দেখে অনুমান করা যায়, হয়তো মালাবদল আর সাতপাকের মধ্যে ঐ সময়েই একটু বিশ্রাম নিতে গিয়েছিলেন কনে। গা এলিয়ে দিয়েছিলেন নরম সোফায়। আর তার ফলেই সারা দিনের পরিশ্রমে হওয়া ক্লান্তিতে আপনাআপনিই চোখ জুড়ে নেমে এসেছিল ঘুম। নিশ্চিন্তে ঘুমিয়ে গিয়েছিলেন কনে।
পাঞ্জাবি বিয়ের ক্ষেত্রে মালাবদলের পর সাতপাক ঘোরার আগে কিছুটা ফাঁকা সময় পান কনেরা। সেই সময় বিয়ের আচার অনুষ্ঠান পালন করেন বর। এরপর সাতপাকের সময় হলে কনেকে ডেকে পাঠান পুরোহিত। তাকে নিয়ে হাজির হন পরিবারের লোকজন। তারপর একসঙ্গে বর-কনে সাতপাক ঘুরে এবং অন্যান্য আচার অনুষ্ঠান পালন করে বিয়ে সম্পন্ন করেন।