বিশ্বনেতা শেখ হাসিনাকে নিয়ে একদিন গবেষণা হবে: শিক্ষামন্ত্রী

বিশ্বনেতা শেখ হাসিনাকে নিয়ে একদিন গবেষণা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা স্লাইড

মে ২২, ২০২৩ ৮:১৭ পূর্বাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শুধু বিশ্ববিদ্যালয় নয়, এটি আবেগ ও ভালোবাসার নাম। ’৭৫-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর শেখ হাসিনা যেভাবে বিশ্বনেতা হয়ে উঠেছেন, তা একদিন এ বিশ্ববিদ্যালয়ে গবেষণা হবে।

রোববার নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র। এখানে ছাত্রছাত্রীদের শুধু লেখাপড়া নয়; শিল্প, সাহিত্য, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে গবেষণা করে প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের দক্ষ নাগরিক করে গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে। সন্ত্রাসবাদ-জঙ্গিবাদমুক্ত ও অসাম্প্রদায়িক দেশ চাইলে নৌকায় ভোট দিতে হবে। সুখী-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ চাইলে নৌকায় ভোট দিতে হবে। অন্যথায় দেশ থমকে যাবে, আবারো সন্ত্রাস-নৈরাজ্যের দিকে ধাবিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর, বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *