অ্যামাজনের মালিকানাধীন জনপ্রিয় ওয়েবসাইট র্যাঙ্কিং সিস্টেম অ্যালেক্সা ডটকম বন্ধ হয়ে গেছে। দীর্ঘ ২৫ বছর সেবা দেওয়ার এ সিস্টেমটি বন্ধ করা হয়েছে।
রোববার (১ মে) থেকে তাদের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে অ্যালেক্সা ডটকম এক নোটিশে এ তথ্য জানিয়েছে।
নোটিশে বলা হয়েছে, দুই দশকের বেশি সময় ধরে ডিজিটাল গ্রাহক খুঁজতে, তাদের কাছে পৌঁছাতে সাহায্য করার পর আমরা অবসরে গেলাম। এ দীর্ঘসময়ে বিষয়বস্তু গবেষণা, প্রতিযোগিতামূলক বিশ্লেষণ, কিওয়ার্ড রিসার্চসহ আরও অনেক কিছুর জন্য আমাদের বেছে নেওয়ায় আপনাদের ধন্যবাদ।
এর আগে গত বছরের ৮ ডিসেম্বর অ্যালেক্সা ডটকম বন্ধ হওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। সে সময় অ্যালেক্সা জানায়, ২০২২ সালের ১ মে বন্ধ করা হবে ২৫ বছরের প্রতিষ্ঠানটি। আড়াই দশক ধরে গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার পরও কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে অ্যামাজন এ কঠিন সিদ্ধান্ত নিয়েছে। বিষয়বস্তু গবেষণা, প্রতিযোগিতামূলক বিশ্লেষণে অ্যালেক্সার ওপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ।
ওয়েবসাইট অ্যানালিসিসের উদ্যোগ নিয়ে ১৯৯৬ সালে একটি স্বাধীন কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে অ্যালেক্সা ইন্টারনেট। ১৯৯৯ সালে অ্যামাজন এ কোম্পানি অধিগ্রহণ করে। অ্যালেক্সার সদর দফতর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কোতে।