নিজেকে স্পিন-ফাস্ট বোলার মানেন রশিদ

খেলা স্লাইড

এপ্রিল ৩, ২০২২ ১০:৫১ পূর্বাহ্ণ

আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। অন্য স্পিনারদের মতো কবজির মোচড়ে বল করেন না, বরং নিজেকে বলেন স্পিন-ফাস্ট বোলার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে রশিদ খান এখন ভারতে। সেখানে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে সাক্ষাৎকার দেওয়ার সময় রশিদ নিজের জাদুকরী বোলিং নিয়ে কথা বলেন। রশিদ জানান, গতির কারণে তিনি নিজেকে স্পিন ফাস্ট বোলার হিসেবে পরিচয় দিতে চান।

রশিদ খান বলেন, ‘আমি নিজেকে একজন স্পিন-ফাস্ট বোলার হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করি। যে গতিতে আমি সচরাচর বোলিং করে থাকি, সেখানে বলকে ঘোরানো খুব সহজ কাজ নয়। ফলে আমি মনে করি, এই ধরনের বোলিং ধারাবাহিকভাবে করে যেতে বিশেষ ধরনের দক্ষতা এবং প্রস্তুতির প্রয়োজন রয়েছে।’

নেট অনুশীলনে নিজের বোলিং নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা করেন রশিদ। যথেষ্ট প্রস্তুতি না নিলে তার মতো এমন গতিতে বল করা সম্ভব নয় বলে মনে করেন রশিদ। রশিদ বলেন, ‘যে গতিতে আমি বোলিং করে থাকি, তা অনেক ক্ষেত্রে ঘণ্টায় ৯৬ থেকে ১০০ কিমি পর্যন্ত হয়ে থাকে। ওই গতিতে বলকে ঠিকমতো ঘোরানো কিন্তু সম্ভব নয়। সত্যি বলতে, ঘণ্টায় ৭০ থেকে ৭৫ কিমি গতিতে বোলিং করার চেয়ে এটা আমার কাছে আকর্ষণীয় বলে মনে হয়েছে। আসলে প্রত্যেক মুহূর্তে নেটে বোলিং করার সময় আমি নানা ধরনের পরীক্ষা করতে ভালবাসি। সেটা কিন্তু এখন দারুণ কাজে লাগছে।’

বর্তমানে বিশ্বের সেরা লেগ স্পিনারের একজন হলেও নিজেকে বিশ্বের অন্যান্য লেগ স্পিনারের কাতারে ফেলতে চান না তিনি। রশিদ বলেন, ‘নিজেকে কী করেই বা লেগস্পিনার বলতে পারি! একজন স্পিনারকে ভালো কিছু করতে হলে কব্জির মোচড়ের ওপরে জোর দিতে হয়। আমি সেভাবে কবজির ব্যবহার করি না। বরং আমি আঙুলকে বেশি ব্যবহার করে থাকি। আমাকে ফিঙ্গার স্পিনার বলাটা অনেক বেশি যুক্তিগ্রাহ্য হবে।’

এবারের আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খান। গত চার মৌসুম সানরাইজার্সে খেলার পর এই মৌসুমে নবাগত দল গুজরাট তাকে কিনে নেয় ১৫ কোটি রুপিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *