এপ্রিল ২১, ২০২২ ৮:৫২ পূর্বাহ্ণ
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত আরও ১৬১ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। এদের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ১৩২, ভোকেশনাল শিক্ষাক্রমের ২৬ ও কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানে কর্মরত ৩০ জন শিক্ষক রয়েছেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) কারিগরি শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এমপিও অনুমোদন কমিটির ১৮তম সভার সিদ্ধান্তের আলোকে কারিগরি শিক্ষা অধিদফতর এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে।
জানা গেছে, নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষকদের মধ্যে ২০১৯ সালে এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানের শিক্ষক ও নতুন শিক্ষকরা রয়েছেন। নতুন শিক্ষকদের এমপিও মার্চ থেকে কার্যকর হবে। আর ২০১৯ সালে এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও ওই বছরের জুলাই থেকে কার্যকর হবে।