দেশে ফিরতে নওয়াজ শরিফকে নতুন পাসপোর্ট দিল পাকিস্তান

আন্তর্জাতিক

এপ্রিল ২৬, ২০২২ ১১:২৬ পূর্বাহ্ণ

লন্ডনে অবস্থান করা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জরুরি ক্যাটাগরিতে নতুন পাসপোর্ট দিয়েছে দেশটির ফেডারেল সরকার।

সোমবার নওয়াজ শরিফকে দেশে ফিরতে নতুন পাসপোর্ট দিয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রমতে, নওয়াজ শরিফকে দেওয়া নতুন পাসপোর্টটি ১০ বছর মেয়াদি।

সংবাদমাধ্যমের এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাসপোর্টটি গত ২৩ এপ্রিল ইস্যু করা হয় এবং সেটি ‘জরুরি’ ক্যাটাগরিতে দেওয়া হয়।

এর আগে গত মঙ্গলবার দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছিলেন, কূটনৈতিক পাসপোর্ট নওয়াজ শরিফের অধিকার এবং খুব শিগগির তা ইস্যু করা হবে।

শাহবাজ শরিফের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেছিলেন, এটি খুবই দুর্ভাগ্যজনক, যে ব্যক্তি তিনবারের প্রধানমন্ত্রী তাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে।

সূত্র: দি এক্সপ্রেস ট্রিবিউন