এপ্রিল ১৪, ২০২২ ১১:৪৫ পূর্বাহ্ণ
বলিউডের এক নম্বর নায়িকা বলতে এই সে দিন পর্যন্তও দীপিকা পাড়ুকোনের নাম করতেন লোকজন। তবে দীপিকার সুদিন নাকি আর নেই। তাকে পিছনে ফেলে নাকি শীর্ষে উঠে এসেছেন আলিয়া ভাট। এমনই গুঞ্জন বলিপাড়ায়।
তবে এক বার নয়, দীপিকাকে নাকি দু’বার মাত করেছেন আলিয়া। এমন দাবিও করছে বলিউডের অনেকে।
আর কিছুক্ষণ পরেই রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন মহেশ ভাটের বড় মেয়ে। ১৪ তারিখ সেই অনুষ্ঠানের তোড়জোড়ে ব্যস্ত দুই পরিবার। কাপুর খানদানের সঙ্গে ভট্ট পরিবারের নতুন এই বন্ধন ঘিরে উৎসাহের শেষ নেই ‘রণলিয়া’র ভক্তদেরও।
রণবীরের সঙ্গে এককালে দীপিকার সম্পর্ক তো কারো অজানা নয়। বিয়ের প্রস্তুতির মধ্যেই দীপিকার বিরুদ্ধে ‘যুদ্ধজয়ে’র গন্ধ পাচ্ছেন আলিয়ার অনুরাগীরা। আলিয়া-শিবিরের সাফ দাবি, দীপিকার থেকে রণবীরকে ছিনিয়ে নিয়ে প্রথম যুদ্ধ জয় করে ফেলেছেন মহেশ-কন্যা।
রণবীর-দীপিকার জুটি নিয়ে কম লেখালেখি হয়নি সংবাদমাধ্যমে। করবে না-ই বা কেন? রণবীরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে লুকোছাপা ছিল না দীপিকার। সকলের চোখের সামনেই ঘোরাফেরা করেছেন। বিমানবন্দরে প্রকাশ্যেই চুম্বনে বেঁধেছেন একে অপরকে।
প্রেমের প্রকাশে রাখঢাক ছিল না দীপিকা-রণবীরেরও। অনেকেই ভেবেছিলেন, প্রকাশ পাড়ুকোনের বড় মেয়ের সঙ্গেই জীবন কাটাবেন রণবীর। তবে শেষমেশ সে জুটি টেকেনি।
দীপিকার সঙ্গে বিচ্ছেদের পর পর একাধিক নায়িকার সঙ্গে রণবীর সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা গিয়েছে। নার্গিস ফকরি, অ্যাঞ্জেলা জনসন, ক্যাটরিনা কইফ বা মাহিরা খান- রণবীরের ডেটিং-তালিকা দীর্ঘ হতে থেকেছে। তবে শেষমেশ আলিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর। এটাই নাকি আলিয়ার জয়। এমন দাবি করছে বলিপাড়া। রণবীরের বিশ্বাসযোগ্যতা নিয়ে এক সময় নাকি প্রশ্ন তুলেছিলেন দীপিকা। এ ক্ষেত্রেও নাকি আলিয়ার থেকে পুরো নম্বর জুটিয়ে নিয়েছেন রণবীর।
প্রেমিকের পাশাপাশি বলিউডের এক নম্বর নায়িকার আসনও নাকি আলিয়াকে ছেড়ে দিতে হয়েছে দীপিকাকে।