লম্বা ক্যারিয়ারে হার্ডহিটার হিসেবেই খ্যাতি পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আর এমন ব্যাটারদের বেশ কদর ফ্যাঞ্চাইজি লিগগুলোতে। বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। তাই এই আসরে বরাবরই হট কেক ম্যাক্সওয়েল। তবে এই অজি অলরাউন্ডার মনে করেন, আইপিএলকে তিনি যতটা দিয়েছেন তার চেয়ে বেশি তাকে দিয়েছে এই আসর।
ক্যারিয়ারের শেষের দিকে আছেন ম্যাক্সওয়েল। এখনো তিন ফরম্যাটের ক্রিকেটেই খেললেও খুব বেশি দিন হয়তো আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না তাকে। তবে ব্যাট-প্যাড তুলে রাখার পরিকল্পনা এখনো করেননি তিনি। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়িলেও লম্বা সময় ফ্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যাবে তাকে।
আইপিএল নিয়ে নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা বলতে গিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘ভবিষ্যতে আমি যত টুর্নামেন্ট খেলব, তার মধ্যে সম্ভবত আইপিএলই হবে শেষ টুর্নামেন্ট। আমি তখনই আইপিএল ছাড়ব, যখন আর হাঁটতে পারব না।’
‘আমার ক্যারিয়ারে আইপিএল কতটা ভালো ভূমিকা রেখেছে, সেটা নিয়েই কথা বলছিলাম; যাদের সঙ্গে মিশেছি, যেসব কোচের অধীন খেলেছি, যেসব আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি—আমার ক্যারিয়ারে টুর্নামেন্টটির অবদান বলে শেষ করা যাবে না।’
সময়ের সেরা ক্রিকেটারদের মেলা বসে আইপিএলে। তাই এখান থেকে অনেক কিছুই শেখার থাকে বলে মনে করেন ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘দুই মাস এবি ডি ভিলিয়ার্স এবং বিরাট কোহলির সতীর্থ হবেন, অন্য ম্যাচ দেখতে দেখতে তাদের সঙ্গে আলাপ হবে। শেখার জায়গা থেকে ভাবলে কোনো ক্রিকেটারের জন্য এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার নেই।’