এপ্রিল ২১, ২০২২ ৮:২২ পূর্বাহ্ণ
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ডুমুরিয়ায় কাঁঠালতলা টু মাগুরখালী ইউপি সড়কে মেরামতে নিম্নমানের উপকরণ, প্রাইমকোট ছাড়া নামমাত্র বিটুমিন ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ উঠায় সোমবার দুপুরে সংসদ সদস্য নারায়ন চদ্র চদ সরেজমিনে কাজ পরিদর্শন করেন। এসময় তিনি কাজের গুনগত মান দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং শিডিউল মোতাবেক দ্রত কাজ সম্পন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
জানা গেছে, উপজেলার কাঁঠালতলা বাজারে আরএইচডি-কপিলমুনি জিসি ভায়া শিবনগর বাজার এন্ড মাগুরখালী ইউপি সড়কের কদমতলা বাজার হতে শিবনগর বাজার পর্যন্ত ৩.৭০ কিলোমিটার সড়ক মরামতের কাজ পায় রাকা এন্ড রফিকুল (জেভি) নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। যার ব্যয় ধরা হয়েছে ১ কাটি ৭০লাখ ৩৮ হাজার ৯১৯ টাকা। কিন্তু কাজের শুরুতে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের ইট, খোয়া ব্যবহার এবং কার্পেটিং তুলে ফেলা পিচ ব্যবহারের অভিযোগ ওঠে। এলাকার মানুষের অভিযোগে কর্ণপাত না করে স্বেচ্ছাচারিমূলক ভাবে কাজ চালিয়ে যেতে থাকে। এছাড়া রাস্তার ধুলাবালি পরিস্কার না করে প্রাইমকোট ছাড়া নামমাত্র বিটুমিন দিয়ে তার উপর কার্পেটিং করা হচ্ছে। এসব অভিযোগের পরিপেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য নারায়ন চদ্র চদ গত রোববার উপজেলা প্রকৌশলীকে রাস্তার কাজ সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়ে পরদিন সোমবার তিনি সরেজমিনে কাজের মান পরিদর্শনে যান। এ সময় তিনি (সংসদ সদস্য)বলেন, কিছু কিছু স্থানে কাজের মান বেশ খারাপ পরিলক্ষিত হয়েছে। যে কারণে ওই সকল স্থানসহ সামগ্রীক ভাবে রাস্তার অসমাপ্ত কাজের মান যাতে ভালো হয় সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ডুমুরিয়াসহ সারাদেশে যে ব্যাপক উন্নয়ন করে চলেছেন তা যেন ক্ষুন্ন না হয় সেদিকে সবাইকে নজর দিতে হবে। এ সময় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম উ্উপস্থিত ছিলেন।