এপ্রিল ২৫, ২০২২ ৯:৫৭ পূর্বাহ্ণ
কলকাতার জনপ্রিয় টিভি সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ এ পাখি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। কিন্তু এবারে এ অভিনেত্রী পুরাদস্তুর সিনেমার নায়িকা।
এছাড়া মধুমিতা বিবাহ-বন্ধনে আবদ্ধ হন ক্যারিয়ারের একেবারেই শুরুর দিকে। অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে ২০১৫ সালে ঘর বাঁধেন তিনি। তখন মধুমিতার বয়স ছিল মাত্র ২০ বছর। ভালোবেসে বিয়ে করলেও সেই সংসার স্থায়ী হয়নি। ২০১৯ সালেই বিবাহবিচ্ছেদ করে ফেলেন মধুমিতা ও সৌরভ।
এদিকে সেই বিচ্ছেদের ইস্যু নতুন করে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি কলকাতার জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দিদি নাম্বার ওয়ান’-এর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে মধুমিতা তার বিয়ে নিয়ে মন্তব্য করেন।
সৌরভ ও মধুমিতা বিয়ে করেছিলেন গোপনে। কেন লোকজন জানিয়ে, বড় আয়োজন করে বিয়ে করেননি, সেটার কারণ জানতে চাওয়া হয় মধুমিতার কাছে। জবাবে মধুমিতা বলেছেন, ‘কতগুলো টাকা খরচ করে লোককে খাওয়ানো। তারপর সেই ডিভোর্স হয়ে গেলে টাকাগুলো তো বেকার খরচ হবে। তার চেয়ে ওই টাকায় একটা বাড়ি কেনা ভালো।’
এরইমধ্যে মধুমিতার এমন মন্তব্যের ভিডিওটি কদিন ধরে ঘুরছে নেটপাড়ায়। অগণিত নেতিবাচক মন্তব্যও ছুটে আসছে অভিনেত্রীর দিকে। অনেকেই বলছেন, ‘ডিভোর্স হবে জেনেই বিয়ে করেছিলেন মধুমিতা!’
এছাড়া বিয়েটাকে নিজের জীবনের ভুল হিসেবেই দেখেন মধুমিতা। গত বছরের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘খুব অল্প বয়সে বিয়েটা করে ফেলার একটা আফসোস তো রয়েছে। যদি আমি তাড়াহুড়ো করে তখন বিয়েটা না করতাম, তবে ক্যারিয়ারে আরও বেশি ফোকাস করতে পারতাম।’
সূত্র: হিন্দুস্তান টাইমস