চীনের মধ্যাঞ্চলে একটি ভবন ধসের ঘটনায় অন্তত ২৩ জন আটকা পড়েছে।
শনিবার (৩০ এপ্রিল) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
শহরটির মেয়র জানিয়েছেন, আট তলা ভবনটির ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে অন্তত ২৩ জন। এছাড়া ওই ভবনের আরো ৩৯ বাসিন্দার সঙ্গে এখনও যোগাযোগ করা যাচ্ছে না।
মেয়র ঝেং জিয়াশিন সাংবাদিকদের বলেছেন, ‘নিখোঁজ ব্যক্তিদের অবস্থা আরো পর্যালোচনা করা হচ্ছে।’
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনায় দুঃখ জানিয়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।
এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাতভর উদ্ধার তৎপরতা চালিয়ে পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কী কারণে ভবনটি ধসে পড়েছে তা এখনও জানা যায়নি। তবে ভবনটির কাঠামোতে অতিরিক্ত পরিবর্তন করেছিল ভাড়াটিয়ারা।
সরকারি বার্তা সংস্থা সিসিটিভ বলেছে, ‘ভাড়াটিয়ারা বিভিন্ন মাত্রায় ভবনটিতে কাঠামোগত পরিবর্তন করেছিল।’
সূত্র: ডয়চে ভেলে